
দোলের চিঠি এসেছে যখন
সুতো বাঁধে আঙুলে আঙুল,
শীতেরাও আঁচলে গেঁথেছে
প্রতি রাতে ঝরে যাওয়া ভুল।
কত আলো, কত বলিরেখা
ভেজা থাকে জামার ভেতরে,
কমলাভ স্মৃতি-মেদুরতা
ফাগুনের উপকথা জুড়ে।
খয়েরি বুকেতে ফোটে সবুজ
ঋতু বদলায় মাটি চিনে,
নানা রঙ ভুরু সাজিয়েছ
ঠিকরোবে চোখ চিনে চিনে।
আলোতে আঁধার মেপে তুমি
মুখে লেপে নাও কিছু রঙ
বসন্তে হাওয়ারা বিদুষী
তার নখে লুকনো পেখম।
গন্ধেরও স্বরলিপি আছে
জোনাকি বিছিয়ে রাখে মন
আবিরে চুবিয়ে রাখা তারা
নীলে আঁকে আদর-রকম ।
পাতা জুড়ে যে সুর কুড়নো
ভাগ করে রেখেছিলে নাম,
যে আকাশ বুনে রেখে গেছ
তার রেণু বিলিয়ে দিলাম।
ফাগ জুড়ে ছোঁয়া খুঁজে ফেরা
রঙ দেবে চোখের আড়াল
হলুদে যে আগুন ওড়ালে
তার গালে ঘষে দেব লাল।
বেগুনি ফুটেছে জিভ জুড়ে
কথা ঘিরে ঠোঁটের জরিপ,
হাসিতে মাখানো জাদু ছেঁকে
জরি গাঁথা ছায়ার শরীর।